শারজায় হযরত আহমদ ছাফা ইবতেদায়ী মাদ্রাসার ঈদ পুনর্মিলনী

| বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

শারজায় ফটিকছড়ি হযরত আহমদ ছাফা (রহ.) স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ঈদ পুনর্মিলনী গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক আজিমুল গণি। প্রধান অতিথি ছিলেন কাজী মোহাম্মদ আলী। প্রধান বক্তা ছিলেন সুফি মোহাম্মদ নুরুল আমিন। প্রধান আলোচক ছিলেন মোহাম্মদ শাহ আলম। মোহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রফিকুল আলম দুলাল, সুফি মোহাম্মদ আলী আকবর, মনজুর ইসলাম, নুরুজ্জামান, আলমগীর, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ কাইয়ুম, ওয়াহেদ চৌধুরী, মোহাম্মদ শওকত, সুফি মোহাম্মদ মর্তুজা ছাবের, সুফি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, জাবির বিন মুজাহিদ প্রমুখ। শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সুফি মোহাম্মদ নুরুল আমিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুফতি আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ওরশ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিএলও-পিএলও অ্যাটেইনমেন্ট বিষয়ে কর্মশালা