শহীদ মুক্তিযোদ্ধা মুছা খানের স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন

রাউজান প্রতিনিধি  | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৮:০১ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়ায় শহীদ মুক্তিযোদ্ধা মুছা খানের নামে স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন করা হয়েছে।

গত বৃহস্পতিবার কাগতিয়া এশাতুল উলুম মাদরাসার তোরণের পাশে এই স্মৃতিসৌধ নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন স্থানীয় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ। তিনি বলেনআগামী প্রজন্ম এই স্মৃতিসৌধ দেখে মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের ত্যাগের কথা স্মরণ করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান, মেম্বার সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন, সাফায়েত হোসেন,মোহাম্মদ তৌহিদ,মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ সোহেল,মোহাম্মদ নাঈম,মোহাম্মদ ফয়সল, মোহাম্মদ নেয়ামত প্রমুখ। উল্লেখ্য, ৩৫ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদ এই স্মৃতিসৌধ নির্মাণ করছে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলী চসিক বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধশিশু সংগঠকের পরিবারকে ঘর নির্মাণে সহায়তা