চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নিজের উদ্দেশ্য সাধন করার নাম কিন্তু রাজনীতি নয়। মানুষের সেবায় নিজেকে নিবেদন করাই রাজনীতির মূলমন্ত্র। গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম শিশু একাডেমী উন্মুক্ত মঞ্চে শহীদ মাহফুজ স্মৃতি সংসদ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কার্যক্রমের আওতায় নগরীর ৫ হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলম শিমুলের সভাপতিত্বে ও নাছির উদ্দীন কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দীন, শৈবাল দাশ সুমন, আবদুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত, আলী আকবর খোকন, শফিকুল রহমান তাপস, ডা. বাবর চৌধুরী, আলাউদ্দীন আলো প্রমুখ। উপস্থিত ছিলেন হাসান মুরাদ বিপ্লব, সাহেদ ইকবাল বাবু, জেসমিন পারভীন জেসী, সুমন দেবনাথ, মিনহাজ উদ্দীন, আবদুল কাদের, হাসান ফয়সাল, সাহেদ মিজান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।