শহীদ ভাইদের জন্যই আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি

ফিরোজ শাহ এলাকায় দীপ্তি

| মঙ্গলবার , ১৩ আগস্ট, ২০২৪ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন ফিরোজ শাহ এলাকার গুরুত্বপূর্ণ মিনার মোড়ে ‘শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও হৃদয় চন্দ্র তরুয়া চত্বর’ নামকরণ করা হয়। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক মো. সাইফুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রংপুর, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে অজস্র মানুষ শহীদ হন। শহীদ আবু সাঈদ, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম ও হৃদয় চন্দ্র তরুয়াসহ অন্যান্যদের আত্মত্যাগের মাধ্যমে তারা কোটা সংস্কারের জন্য তাদের নিরলস সংগ্রামের স্বাক্ষর রেখে গেছেন। এই লেখা সেই শহীদদের স্মরণে, যাঁরা আন্দোলনের অংশ হিসেবে জীবন বিসর্জন দিয়েছেন, শহীদ ভাইদের বুক চিতিয়ে সাহসিকতার জন্যই আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি, আমরা তাদের সারাজীবন মনে রাখবো।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, নগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, ফজলুল হক সুমন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, নগর যুবদলের সহ সভাপতি মিয়া মো. হারুন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া, শাহীন পাটোয়ারী, বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, নুর বক্স মিলন, নওশাদ দিদার, গোলাম কিবরিয়া গোলাপ, নগর যুবদলের দপ্তর সম্পাদক মুহাম্মাদ সাগির, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মাস্টার আরিফ, রাজিবুল হক বাপ্পী, নগর যুবদলের সহ সম্পাদক মো. ইউসুফ, সদস্য আজিজ চৌধুরী, নগর ছাত্রদলের সদস্য আব্বাস রিপন, এনামুল হক এনাম, থানা যুবদলের সি. সাইফুল আলম রুবেল, খালেদ সাইফুল্লাহ, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাসান মাহমুদ, তৌসিফ চৌধুরী, আরমান শুভ, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন ফরহাদ, আনোয়ার হোসেন, ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. ইউনুছ, সদস্য সচিব আবু তৌহিদ, শাহাদাত হোসেন, শামীম আহমেদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত।

পূর্ববর্তী নিবন্ধহিন্দুদের ব্যবহার করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ : নিতাই রায়
পরবর্তী নিবন্ধহাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই : হোয়াইট হাউস