শহরতলির গোলচত্বরের মাথার উপর গোলাকার রোদ,
এখানে মানুষ ব্যস্ত হয়-ক্লান্ত হয়, কেউ দিক্বিদিক
রিঙার হুড তুলে চলে যাচ্ছে সময়-
রংধরা সূর্যের আশায়;
এক আকাশ অবসাদ নিয়ে তাকিয়ে দেখছে প্রণয়।
সূর্য কি রং হারিয়েছিল আঁধারের কাছে?
সে আর ফিরে আসেনি কখনো এই শহরতলির গোলচত্বরে।