ভাদ্রমাসের আবির্ভাবে জেগে ওঠে শরৎ,
আশ্বিনমাসে গাঢ়তর হয় শুভ্রত্বের দরদ ।
ভোরের নরম বাতাস পুরো হৃদয়কে দেয় ছুঁয়ে,
শিশিরসিক্ত অই দূর্বাঘাস মাটিতে রয় শুয়ে ।
আঁখি মেলে সূর্য হাসে, আকাশ করে ঝকঝক,
ধানক্ষেত দেখে মনে হয় যে নির্মলতায় তকতক ।
ভেজা পাটের সোনালি চুলগুলো যেনো জ্বলে,
দাঁড়ানো অই পাটের কাঠি নিশ্চুপ কথা বলে ।
সকালবেলায় তালের পিঠায় ব্যস্ত দেখি মাকে,
বাঁশপাতা ও নারকেলপাতা গানের সুরে ডাকে ।
মেহগনি গাছের শীতল ছায়ার পরশ বাড়ে,
কলাগাছের পাতার দোলন যেনো মনটা কাড়ে ।
শিশুকিশোর ‘টুক পলান্তি’ খেলাতে বেশ মাতে,
খোকার ঘুড়ি আকাশপাড়ায় সুতোর নাটাই হাতে!
আশ্বিন মাসই উত্তম শসার ঠাণ্ডা স্বাদটি পেতে,
শাপলাফুলের ডাঁটা রান্নায় সুস্বাদু হয় খেতে ।
বিকেলবেলার রোদগুলো যে মিঠেকড়া লাগে,
সন্ধ্যেবেলায় ঝিঁঝিঁপোকার ডাক হঠাৎই জাগে ।
নিকষরাতে রূপালি চাঁদ-এর জোছনা ঝরে,
অই হেমন্তের নবান্নোৎসব আশ্বিনমাসের পরে ।