বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে খ্যাত। কিন্তু বছরের পর বছর চট্টগ্রাম নগরী বিভিন্ন সমস্যায় জর্জরিত তার মধ্যে অন্যতম শব্দ দূষণ ও বায়ু দূষণ। লক্কর ঝক্কর গাড়ির চলাচলের কারণে পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সাধারণ মানুষ দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শহরের বেশিরভাগ গাড়ি ডিজেল চালিত যে কারণে শব্দ এবং বায়ু দূষণে সাধারণ মানুষের মারাত্মক ক্ষতি হচ্ছে। বেশিরভাগ গাড়ির ইঞ্জিনগুলো পরিষ্কার করা হয় না এবং বেশিরভাগ গাড়ি রাস্তায় চলাচলের অনুপযুক্ত। বেশিরভাগ গাড়ির ফিটনেস নেই, যে কারণে আমরা মহানগরে বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে দেখছি। রাস্তায় যে সমস্ত ডিজেল চালিত গাড়ি চলে সে কারণে শব্দ দূষণ প্রতিনিয়ত বাড়ছে। সাধারণ মানুষ কানফাঁটা শব্দে অতিষ্ঠ। শব্দ দূষণ এমনভাবে বেড়ে গেছে সাধারণ পথচারীরা কানে আঙ্গুল দিয়ে যাতায়াত করে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠানকেই কার্যকর ভূমিকা রাখতে দেখা যায়নি বা শব্দ দূষণের কারণে ট্রাফিক বিভাগ কোন দায়িত্বশীল ভূমিকা নেয়নি। আমাদের এই প্রিয় চট্টগ্রাম শহরকে শব্দ দূষণ এবং বায়ু দূষণ থেকে রক্ষার্থে ও ডিজেল চালিত গাড়ি বন্ধ এবং ফিটনেসবিহীন গাড়ি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ নেওয়া খুব বেশি জরুরি। ডিজেল চালিত গাড়ি বন্ধ হলে শব্দ দূষণ রোধ হবে এবং আমাদের স্কুলগামী শিশুরা শব্দ দূষণ থেকে মুক্ত হবে এবং আমরা সুন্দর একটি শহর পাব এমনটাই প্রত্যাশা করছি।
মোহাম্মদ রবিউল হোসেন
বহদ্দারহাট, চট্টগ্রাম।