কবির শব্দের কাছে পরাভব মানে তার প্রেমিকার
অসুখের অশুভ সংবাদ।
সাহসী শব্দের ডাকে আমাকে জাগায় মানুষ
মানুষের হৃদয়ের দিকে।
আমাকে ডাকছে শব্দ, কবির শব্দের কাছে
মাটিভাঙা পাগল নদীর জল
জলের সান্নিধ্যে ডাকে করুণ-কাতর।
কবির শব্দনন্দনে পাখির চেয়ে বেশি
নিরীহ নিসর্গ জেগে ওঠে অকস্মাৎ
আমাকে আঘাত করে-
আহত রক্তাক্ত করে প্রাচীন যুদ্ধের মতো।
তোমার অসুখ আর আমি
সারাদিন দুঃখ ঢাকি কবির শব্দের আবেগে,
সারাদিন একটি সাহসী শব্দ না পেয়ে
অবশেষে নিজের ভিতরে ফিরে আসি
নিজের ভিতর থেকে সর্বত্র ছড়াই।