চট্টগ্রাম টাইগারপাস সংলগ্ন সিআরবির শতবর্ষী গাছ রক্ষা এবং কক্সবাজারের উখিয়ায় বন বিট কর্মকর্তা হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার বেলা ৩টায় টাইগারপাস মোড়ে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এর ব্যবস্থাপনায় এক স্বতঃস্ফূর্ত নাগরিক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধরা চট্টগ্রামের সচিব শারুদ নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক সাংস্কৃতিক পরিবেশন করেন অভি কিম্বেল ও তার দল।
এতে বক্তব্য রাখেন ধরা চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, লায়ন কোহিনূর কামাল, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান, হাসান মাহমুদ, সরোয়ার আমিন বাবু, উত্তম কান্তি বড়ুয়া, অ্যাডভোকেট কানিজ কাওসার রিমা, চট্টগ্রাম কলেজের সাবেক শিক্ষক প্রফেসর ইউনুস, রেহানা বেগম রানু, সাংবাদিক আবসার মাহফুজ, ক্যাডেট ফোরামের সমন্বয়ক নিবিড় মাহমুদ।
আন্দোলনে প্রাণপ্রকৃতি, ক্যাডেট ফোরাম চট্টগ্রাম, লিও ক্লাব ইমপেরিয়াল সিটি, পরিবেশবাদী সংগঠনসহ আরো অনেক সংগঠন সংহতি জানান। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ধরা চট্টগ্রামের সমন্বয়কারী ইমাম হোসাইন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।