লোহাগাড়া ও রাউজানে গুঁড়িয়ে দেয়া হল অর্ধ ডজন ইটভাটা

বিপুল কাঁচা ইট ধ্বংস

আজাদী ডেস্ক | বুধবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া ও রাউজানে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেয়া হল ৬টি অবৈধ ইটভাটা। এ সময় ধ্বংস করা হয়েছে ভাটায় তৈরিকৃত বিপুল পরিমাণ কাঁচা ইট। লোহাগাড়ায় গুঁড়িয়ে দেয়া ইট ভাটাগুলো হল- সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার গিয়াস উদ্দিন চৌধুরীর মালিকানাধীন শাহপীর ব্রিকস ওয়ার্কস (এসবিডব্লিউ), বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় মঞ্জুর আলম কোম্পানির মালিকানাধীন আখতরাবাদ কালু ব্রিকস (একেবি), মালপুকুরিয়া এলাকায় নুরুল আলমের মালিকানাধীন মেসার্স মদিনা অটো ব্রিকস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং (এমবিএম) ও চুনতি ইউনিয়নে ইয়াছিন মাঝির মালিকানাধীন চুনতি ব্রিকস ম্যানুফ্যাকচারিং (সিবিএম)।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, শেখ মোজাহিদ, পরিদর্শক নূর হাসান সজিব, ফায়ার স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র, র‌্যাব-৭ এর কর্মকর্তা মো. রায়হান প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চলছে। এরই অংশ হিসেবে লোহাগাড়ায় অভিযান চালিয়ে চারটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। আরো যেসব স্থানে অবৈধভাবে ইটভাটা গড়ে উঠেছে সেখানেও অভিযান চালানো হবে।
আমাদের রাউজান প্রতিনিধি জানান, উচ্চ আদালতের নির্দেশনায় রাউজানে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকায়।
স্থানীয়রা জানায়, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মদিনা ব্রিকস (এমবিডব্লিও) ও সায়রা ব্রিকস (এসবিএল) নামে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। একই সাথে প্রায় অর্ধলক্ষ কাঁচা ইট রোলার দিয়ে ধ্বংস করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে অভিযানে ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর নুর হাসান সজিব এবং র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, আদালতের নির্দেশনা অনুসরণ করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গতকাল রাউজানে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এগুলোর পরিবেশ ছাড়পত্র ছিল না। স্থানীয় প্রভাবশালী মহল আইন লক্সঘন করে পাহাড়ের পাদদেশে অবৈধভাবে এসব ভাটা স্থাপন করেছিল, ব্যবহার করছিল পাহাড়ি মাটি ও কাঠ। অবৈধ সব ইটভাটা পর্যায়ক্রমে গুঁড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৩০২ কেজি ওজনের মাখন মিয়া আর নেই
পরবর্তী নিবন্ধনোট গাইড নিষিদ্ধ করে শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত