লোহাগাড়ায় ১০ রাউন্ড কার্তুজসহ কিশোর গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১০ রাউন্ড কার্তুজসহ মেহেদী হাসান (২০) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা পরিষদ কমপ্লেক্স গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান পটিয়া পৌরসভার মৃত জাহাঙ্গীর আলমের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী গাড়িতে তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে কার্তুজগুলো পাওয়া যায়। কার্তুজগুলো চকরিয়া থেকে ক্রয় করে চন্দনাইশ উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। বুধবার (গতকাল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্রোপচারের দুই দশক পর পেটে মিলল কাঁচি
পরবর্তী নিবন্ধস্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি ইসলামী ফ্রন্টের