লোহাগাড়ায় গাছের সাথে রড বোঝাই ট্রাকের ধাক্কা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে একটি রড বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নের ফয়েজ শফি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. শাহাব উদ্দিন ও স্থানীয়রা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী পাথর বোঝাই একটি ট্রাক একইমুখী রড বোঝাই আরেকটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এই সময় উভয় গাড়ির সাথে সামান্য সংঘর্ষ হয়। ফলে রড বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে স্কুল ভবনের দেয়ালে আটকে যায়। এতে ট্রাকের ধাক্কায় গাছটি ভেঙে পড়ে এবং ট্রাকের চালক ও সহকারী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনায় রড বোঝাই ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার পর পরই পাথর বোঝাই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে মৌলানা ইসলামাবাদী সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন