চন্দনাইশে মৌলানা ইসলামাবাদী সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেন, বিগত ১০ বছরে চন্দনাইশসাতকানিয়ায় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণসহ প্রত্যেকটি সড়কে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। ফলে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। তিনি বলেন, শুধু রাস্তাঘাট নয়, অত্র অঞ্চলের প্রতিটি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় দৃষ্টিনন্দন বহুতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। কৃষকরা যাতে সেচের মাধ্যমে প্রতিটি চাষযোগ্য জমিতে চাষাবাদ করতে পারেন তার জন্য প্রায় প্রত্যেকটি খাল পুনঃখনন করা হয়েছে।

তিনি গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে চন্দনাইশ উপজেলা হেডকোয়াটার টু ধামিরহাট জিসি (মৌলানা ইসলামাবাদী সড়ক) উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। একইদিন তিনি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের এককালীন অনুদানের চেক, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহমজুরীর চেক এবং ২০২৩২০২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী (বরকল), মো. আবদুল আলীম (ধোপাছড়ি), অ্যাডভোকেট খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর), খোরশেদ আলম টিটু (বরমা), পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক কায়সার উদ্দীন চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় গাছের সাথে রড বোঝাই ট্রাকের ধাক্কা
পরবর্তী নিবন্ধসাম্প্রতিক মাতৃমৃত্যু ও কিছু প্রশ্ন