লোহাগাড়ায় ইউপি সদস্যের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বা ইউপি সদস্যসহ ৩ জনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে চরম্বা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দিঘীর কোণ এলাকায় চরম্বা ইউনিয়ন পরিষদ এবং চরম্বার সর্বস্তরের সাধারণ সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে মনির উদ্দিন, কালু মিয়া, শওকত ওসমান, জয়নাল আবেদীন, জসিম উদ্দিন হেলালী, মো. সোলাইমান, ওসমান গণি ও চরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের সভাপতি জাহিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, চরম্বার শান্তির জনপদ অশান্ত করতে চেষ্টা করছে একটি কুচক্রি মহল। ইউপি সদস্য সৈয়দ হোসেনের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিঘীর কোণ এলাকায় হামলার ঘটনায় আহত হয়েছেন ইউপি সদস্য সৈয়দ হোসেন, চরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক জহির হোসেন ও স্থানীয় যুবলীগ নেতা খানে আলম। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি প্রিয়তোজ চৌধুরী বাদি হয়ে ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধস্কেভেটর দিয়ে মাটি কাটায় দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমরফলা রসুলাবাদ মৈশামুড়া উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান