লোহাগাড়ায় অস্ত্রসহ তিন ডাকাতকে পুলিশে দিল জনতা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জঙ্গল পদুয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ভাঙা এয়ারগান, ১টি রাম দা ও ১টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের ঈদগাও থানার পূর্ব দরগা পাড়া এলাকার মাহাবুব আলমের পুত্র মাহামুদুল করিম প্রকাশ মুকিত (২০), সন্দ্বীপ থানার মগধরা ইউনিয়নের গুপ্তছড়া বাজার এলাকার মো. আলাউদ্দিনের পুত্র ইয়াছিন আরাফাত (২০) ও পটিয়া থানার খরনা ইউনিয়নের মৃত নাছির উদ্দিনের পুত্র খায়রুল ইসলাম (২২)

জানা যায়, জঙ্গল পদুয়ায় দুই খালের মুখ এলাকায় গভীর রাতে ৮/১০ জনের একটি দল অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জঙ্গল পদুয়াসহ আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করে ৩ ডাকাতকে আটক করতে সক্ষম হয়। পরে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি
পরবর্তী নিবন্ধটেরীবাজার ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ