চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, লেখাপড়ার পাশাপাশি মানবিকতা, নৈতিক মূল্যবোধ অর্জন করতে না পারলে সত্যিকারের আলোকিত মানুষ হওয়া যায় না। তিনি বলেন, বিশ্ব মানের নাগরিক হওয়ার মানসিকতা ধারণ করে জীবনকে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে দেশের স্বার্থকে বিবেচনায় রেখেই দায়িত্ব পালন করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেকে শপে দিতে হবে। সর্বক্ষেত্রে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে ইতিবাচক চিন্তা–চেতনায় পরিচালিত হয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতার আলোকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন ‘পদক্ষেপ’ এর মোড়ক উন্মোচন করেন। চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, স্কুল পরিচালনা কমিটির সদস্য সুধীর কুমার রায়, নাছির উদ্দীন ও প্রকৌশলী সঞ্জয় সেন। মি এ এন এম. ছোহাইলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষিকা চম্পা মজুমদার।