লুকোচুরি

সুতপা চক্রবর্তী | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

গ্রহণ দেখেছো?
পুরোটা ধীরে ধীরে গ্রাস করে
আমিও ঠিক সেভাবেই ধীরে ধীরে
হারিয়ে যাচ্ছি নিজের অজান্তে
একটা অস্থির ভালো লাগা যেন তাতে!
সেই ভালো লাগার জন্য তীব্র অপেক্ষা,
অপেক্ষা থেকে প্রেম,
সেই প্রেম মিশে গেছে তোমাতে
তুমি কি সেই গ্রহণ?
যে গ্রাস করে, আবার উন্মুক্ত করে
উন্মোচন আর লুকোনোর মাঝে
একটা অসম্ভব ভালো লাগা থাকে
অনেকটা আলো আঁধারির মতো ষষ
ছোট্ট এই জীবনে কতটুকুইবা চাওয়া বলো!
গ্রহণে না হয় বিপত্তি,
কিন্তু গ্রহণে তো আপত্তি নেই
থাকো আমৃত্যু, চন্দ্র সূর্যের আলো আঁধারির
খেলার মতো।

পূর্ববর্তী নিবন্ধলকডাউন
পরবর্তী নিবন্ধপ্রায় বিলুপ্তির পথে গ্রামবাংলার ঐতিহ্য