লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের পিডিজি অনারারী কমিটির সভা জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্যের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এম.এ. মালেক, লায়ন এ. কাইউম চৌধুরী, লায়ন মো. সামছুল হক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন মো. কবিরউদ্দিন ভুঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন নাসিরউদ্দিন চৌধুরী ও লায়ন কামরুন মালেক উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল ও কেবিনেট ট্রেজারার লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু। সভায় লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য ২০২০-২০২১ সেবাবর্ষের বিগত তিন মাসের সম্পাদিত বিভিন্ন কর্মকাণ্ড, অক্টোবর সেবা মাসের গৃহিত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে প্রাক্তন জেলা গভর্নরদের অবহিত করেন এবং ভবিষ্যতে যে কোন সেবা কর্মকাণ্ডে তাঁদের সার্বিক সহযোগীতা ও অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।