লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রীতির অনন্য উদাহরণ দেখা যায় লায়ন্স ক্লাবে। এখানে প্রতি বছর নেতা পরিবর্তন হয়, কিন্তু কারও মাঝে কোনো হিংসা-বিদ্বেষ নেই। ভালোবাসায়, শ্রদ্ধায় সবাই মিলে একজনকে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন, অন্যরা সবাই তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সারা বছর মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের নেভী কনভেনশন হল মিলনায়তনে লায়ন্স জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের দুদিনব্যাপী বার্ষিক কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেকেন্ড সেঞ্চুরি অ্যাম্বাসেডর লায়ন নাজমুল হক, ভাইস এরিয়া লিডার লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ। সম্মানিত অতিথি ছিলেন, সদ্যপ্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য ও ফাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর কমিটির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক।
অনুষ্ঠানে লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ লায়ন সদস্যদের উদ্দেশে বলেন, আপনারা সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজেদের চিত্ত এবং বিত্ত দিয়ে যেভাবে অবদান রাখছেন তা সদকায়ে জারিয়া হিসেবে আবারও ফেরত পাবেন। আপনারা জানেন, সারাবিশ্ব যখন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে। আর কিছুদিন পর পদ্মা সেতুর উদ্বোধন করা হবে, চট্টগ্রামে কর্ণফুলী টানেল উদ্বোধন করা হবে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করা হবে। সবমিলিয়ে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্বের অন্যান্য দেশের কাছে রোল মডেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, লায়ন্স জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী, প্রথম ভাইস গভর্নর (ইলেক্ট) লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর চৌধুরী, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, সেক্রেটারি লায়ন ইমতিয়াজ ইসলাম, ট্রেজারার লায়ন নিশাত ইমরান। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন, লায়ন শফিউর রহমান, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন নাজমুল হক, লায়ন শামসুল হক, লায়ন রফিক আহমেদ, লায়ন আনোয়ার শওকত আফসার, লায়ন কবীর উদ্দিন ভুঁইয়া, লায়ন নুরুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু, লায়ন নাসিরুদ্দন চৌধুরী, লায়ন কামরুন মালেক প্রমুখ।
শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন প্রাপন একাডেমির নৃত্যশিল্পীরা। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা গভর্নর। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকে নেভি কনভেনশন হলে ডেলিগেটসেশনসহ কনভেনশনের দ্বিতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।