লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নতুন কমিটি

শাহীন সভাপতি, বাবুল সেক্রেটারি

| বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

লায়ন আবদুর রব শাহীন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি, লায়ন বাবুল কান্তি লালা সেক্রেটারি এবং লায়ন রেবেকা নাসরিন ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন। সমপ্রতি সদ্যপ্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবু নাসের রনির সভাপতিত্বে ও সদ্যপ্রাক্তন সেক্রেটারি লায়ন শহীদুল ইসলাম টিটুর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি ৪ এর গভর্নর লায়ন আল সাদাত দোভাষ।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নব-নির্বাচিত কমিটির (২০২১-২০২২) অন্য সদস্যরা হলেন- প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন সোহেল খান, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন আবিদা সুলতানা, তৃতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মাহফুজুর রহমান, চতুর্থ ভাইস প্রেসিডেন্ট লায়ন শহীদুল ইসলাম টিটু, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, এসোসিয়েট সেক্রেটারি লায়ন শাহিদা কামাল, জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল শাকের, এসোসিয়েট ট্রেজারার লায়ন বাসুদেব সিনহা, টেমার লায়ন মোহাম্মদ আবু নাসের এবং টেইল টুইস্টার লায়ন মোহাম্মদ আইয়ুব।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, চিটাগং লায়ন্স ফাউন্ডেশন চেয়ারম্যান লায়ন এম নাসির উদ্দিন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন মোস্তাক হোসেন, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস, লায়ন এম মঞ্জুর আলম মঞ্জু, লায়ন কামরুন মালেক, জেলার কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, গ্লোবাল অ্যাকশন টিম সদস্য এলসিএফ কো-অরডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন এম ওসমান গণি, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিক শ্রেণির জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১৩ লক্ষাধিক টাকা অনুদান পেল ২৭৩ জন চা শ্রমিক