লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর সেকেন্ড কেবিনেট মিটিং এবং অক্টোবর সেবা মাসের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, নিপীড়িত, অসহায় ও দরিদ্র মানুষের সেবা করাই হল লায়নিজমের মূল উদ্দেশ্য এবং চট্টগ্রামের লায়ন্স সদস্যরা সেই উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছেন। বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ১৪ লক্ষেরও বেশি সদস্য পৃথিবীর দুই শতাধিক দেশে আর্তমানবতার সেবা করে যাচ্ছেন। প্রতিটি মুহূর্তেই চলছে এই সেবা কার্যক্রম। লায়নিজম বিশ্বে সূর্য অস্ত যায় না বলেও বক্তারা মন্তব্য করেন। বক্তারা বলেন, চট্টগ্রামের ২৭শ লায়ন সদস্য দুস্থদের মুখে হাসি ফুটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর অক্টোবর সেবা মাসের সমাপনী অনুষ্ঠান এবং সেকেন্ড কেবিনেট মিটিং গভর্নর লায়ন আল সাদাত দোভাষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল অ্যাকশন টিম এরিয়া লিডার লায়ন নাজমুল হক। অনুষ্ঠানে সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টাচার্য, ২য় ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সার্ভিস কমিটির কো-চেয়ারম্যান লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক, সিএলএফ চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন শামসুল হক, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম, ক্যাবিনেট ট্রেজারার লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিক, অক্টোবর সার্ভিস কমিটির সেক্রেটারি লায়ন ইমতিয়াজ ইসলাম, অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, পৃথিবীর সূর্য আলো ছড়ায় ১২ থেকে ১৮ ঘণ্টা। কিন্তু লায়নিজমের সূর্য চব্বিশ ঘণ্টা আলো বিতরণ করে। পৃথিবীর বৃহত্তম এই সেবা সংগঠনের সেবার আলো কখনো নিভে না। রাতে দিনে চব্বিশ ঘণ্টা পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে লায়নিজমের আলো জ্বলতেই থাকে।
চট্টগ্রামে লায়ন্স সদস্যরা বর্তমানেও অতীতের মতো বিভিন্ন ধরণের সেবা কার্যক্রম পরিচালনা করছে। তবে চট্টগ্রামে একটি আই ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করেছে। এটা এখন আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে চট্টগ্রামের সর্বস্তরের লায়ন সদস্যরা কাজ করছেন। একইসাথে সিএলএফ কমপ্লেক্স মাস্টার প্ল্যান বাস্তবায়নেরও কার্যক্রম চলছে। অনুষ্ঠানে পিডিজি ফোরাম এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান লায়ন এম এ মালেক তাঁর বক্তৃতায় ক্যান্সার হাসপাতালের জন্য লায়ন সদস্যদের সহায়তা কামনা করেন। এসময় লায়ন্স সদস্যরা ক্যান্সার হাসপাতালের জন্য তাৎক্ষণিকভাবে প্রায় পঞ্চাশ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।