লায়নিজমের ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রেখে মানব সেবাদানের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। তিনি লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ৬৪তম চার্টার নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে লায়নিজমের প্রতিষ্ঠাতা লায়ন এম আর সিদ্দিকীর নিজ হাতে গড়া লায়ন্স ক্লাব অব চিটাগাংয়ের দায়িত্বের পরিধি ব্যাপক ও বিস্তৃত। তিনি ৬৪ বছর ধরে সফলতার সঙ্গে লায়নিজমের আলোকবর্তিকা দেশে-বিদেশে ছড়িয়ে দিয়ে মানবতার সেবায় কাজ করে যাওয়ায় ক্লাবের নেতৃবৃন্দকে সাধুবাদ জানান।
গতকাল শনিবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর ও একুশে পদকজয়ী ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক। চার্টার নাইট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্যপ্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য, জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী এবং লায়ন্স জেলার ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী, পিডিজি লায়ন আনোয়ার শওকত আফসার, পিডিজি এম নুরুল ইসলাম, পিডিজি লায়ন মো. মোসতাক হোসাইন, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, পিডিজি লায়ন শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন এম মঞ্জুর আলম, চিটাগং লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসির উদ্দিন চৌধুরী, পিডিজি লায়ন কামরুন মালেক, প্রাক্তন ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এস এম ফারুক, কেবিনেট সেক্রেটারি লায়ন এম আশরাফুল আলম, কেবিনেট ট্রেজারার লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন নুরুল আলম, ডিস্ট্রিক্ট গ্লোবাল একশন টিমের সদস্য লায়ন গোপালকৃষ্ণ লালা, লায়ন এম ওসমান গনি, লায়ন হাসান মাহমুদ ও লায়ন মোসলেহউদ্দিন খান এমদাদ, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন অশেষ কুমার উকিল, সদ্য প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন আবু নাসের রনি। স্বাগত বক্তব্য রাখেন জোন চেয়ারপার্সন ও ক্লাবের প্রাক্তন সভাপতি এবং ৬৪তম চার্টার নাইট উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান।
অনুষ্ঠানে লায়ন জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর ও ক্লাবের প্রাক্তন সভাপতিদের সম্মাননা, ক্লাবের নবাগত লায়নবৃন্দের পরিচিতি ও শপথগ্রহণ, ফ্যামিলি নাইট, লিওদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি লায়ন আবদুর রব শাহীনের কল টু অর্ডার ও ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন তপন কান্তি দত্ত এবং বাচিক শিল্পী লায়ন আয়েশা হক শিমু। নবাগত সদস্যদের শপথবাক্য পাঠ করান লায়ন্স জেলার গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। অনুষ্ঠানে বিগত ৩ বছর সেবা কার্যক্রমের জন্য ক্লাবের ৬৮ জন লায়ন ও লিও সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিগত লায়ন সেবাবর্ষে ক্লাব পরিচালনায় অনবদ্য সহযোগিতার স্বীকৃতিস্বরূপ ক্লাব সভাপতির পক্ষ থেকে বিশেষ পিন অর্জন করেন প্রাক্তন ক্লাব সভাপতি লায়ন নিশাত ইমরান, সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালা, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, ট্রেজারার লায়ন রেবেকা নাসরিন এবং লিও ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লিও শাহারিয়ার কবির।
আগামী সেবাবর্ষের ক্লাব কমিটির সভাপতি লায়ন এম সোহেল খান, সেক্রেটারি লায়ন নাজমুল শাকের এবং ট্রেজারার লায়ন নূর আক্তার জাহানকে পরিচয় করিয়ে দেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম মঞ্জুর আলম।