নগরীর লালখান বাজার আমিন সেন্টারের পাশে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মো. আরিফ (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানাধীন আব্দুল্লাহপুর এলাকার মো. আলীর ছেলে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আমিন সেন্টারের পাশে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে কাজ করার সময় মো.আরিফ নামের ওই যুবক নিচে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।