লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি ও লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান গত ২৮ সেপ্টেম্বর নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা–রোকেয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিও লায়ন মুহাম্মদ আমিরুল হোসাইনের উপস্থাপনায় দুই পর্বের অনুষ্ঠানে ১ম পর্বে সভাপতিত্ব করেন ২০২৩–২৪ সেবাবর্ষের সভাপতি লায়ন সেলিম রেজা চৌধুরী, ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০২৪–২৫ সেবাবর্ষের নতুন সভাপতি লায়ন মোহাম্মদ ইসমাঈল।
এতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫–বি৪ এর জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন। অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল আহমেদ চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন ইমতিয়াজ ইসলাম, রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার ও লিও ক্লাব অ্যাডভাইজর লায়ন মো. শাহেদুল ইসলাম, রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন আবু মোরশেদ, লায়ন আশারাফ আলী আশু, লায়ন হাজী ইউনুস, লায়ন সারোয়ার আলম, লায়ন মঞ্জুর আলম চৌধুরী, লায়ন রাজিব কুমার দাশ, লায়ন সাজ্জাদ হোসেন, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন বদিউর রহমান, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন শাহজালাল, লিও জেলা প্রেসিডেন্ট লিও দীপ্ত দে, ভাইস প্রেসিডেন্ট লিও ইরফান রনি, সেক্রেটারি লিও সিফাতুল ইসলাম, রিজিয়ন ডিরেক্টর লিও আরাফাত হাসান, লিও ক্লাব সভাপতি লিও সাজনুর ইসলাম সামান্তা, আইপিপি লিও অচিন দাশ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাবের সেবার পরিধিকে দুস্থ ও অসহায় মানুষ দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।