লামায় হত্যা মামলার বাদীকে ভয়ভীতি দেখানোর অভিযোগ

লামা প্রতিনিধি | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:২১ পূর্বাহ্ণ

লামায় হত্যা মামলা তুলে নিতে মামলার বাদী ও নিহতের পরিবারকে হুমকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী ও নিহতের ছোট ভাই দলিল আহমদ অভিযোগ করেন, বিবাদীরা হত্যা মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগ তুলে প্রশাসনকে বিভ্রান্তির চেষ্টা করছেন। মামলায় অভিযুক্ত দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করলেও অপর আসামিরা প্রকাশ্যে ঘুরে তাকে ও পরিবারের সদস্যদের ভয়-ভীতি দেখাচ্ছেন। গত শুক্রবার সকালে লামা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ সকালে লামা সদর ইউনিয়নের পোপা খালের মুখে দু’পক্ষের সংঘর্ষে একই ইউনিয়নের দক্ষিণ মেউলার চর গ্রামের বাসিন্দা বশির আহমদ (৬৫) নিহত হন।
সংবাদ সম্মেলনে দলিল আহমদ বলেন, গত ২৫ বছর ধরে সমাজের সর্দার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বড় ভাই বশির আহমদ। স্থানীয় নুর হোসেন একটি সিন্ডিকেট তৈরি করে রাস্তায় বেরিকেড দিয়ে এলাকার অসহায় কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের কাছ থেকে মালামাল পরিবহনের সময় চাঁদা আদায় করে।
সমাজের সর্দার হিসেবে বড় ভাই লামা থানা ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে ওই সিডিন্ডকেটের চাঁদাবাজির বিষয়ে লিখিতভাবে অবগত করেন। এর জের ধরে তিনি হত্যার শিকার হন।
এ ঘটনায় আমি বাদী হয়ে গত ৮ মার্চ লামা থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬-৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করি। অভিযুক্তরা নিজেদের অপরাধ ঢাকতে এবং মামলা থেকে পার পেতে নানান ষড়যন্ত্র শুরু করে। তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন।
সংবাদ সম্মেলনে নিহত বশির আহমদের স্ত্রী শাহানা বেগম, বাদীর স্ত্রী রাজিয়া বেগম, ছেলে সিরাজুল ইসলাম, মেয়ে সারজিনা আক্তারসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে সেনানিবাসের র‌্যালি
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আ. লীগ ইতিহাস বিকৃত করছে