লামায় প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তি র‌্যাবের হাতে আটক

লামা প্রতিনিধি | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১০:৪৭ পূর্বাহ্ণ

লামায় দুই শিশু সন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ, মারধর ও বসত বাড়ি লুটপাটের অভিযোগে অভিযুক্ত জয়নাল আবেদীনকে আটক করেছে র‌্যাব-১৫ বান্দরবান। রোববার রাত সোয়া ৭টায় বান্দরবান ক্যাম্পের একটি দল উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া পাহাড়ের পাদদেশে থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে।
র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ওই নারী উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে একা থাকতেন। গত ২২ ডিসেম্বর গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং তার দুই শিশু সন্তানকে ঘরে তালাবদ্ধ করে রেখে রাতভর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর দুর্বত্তরা বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরদিন সকালে প্রতিবেশী এক নারী ওই বাড়িতে পানির জন্য গেলে ঘরের জানালা দিয়ে দুই শিশু সন্তানকে কান্না করতে দেখেন। তখন ওই মহিলা ঘরের পিছনে গিয়ে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে চিকিৎসার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে জয়নাল আবেদীনসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
র‌্যাব-১৫ এর বান্দরবান ক্যাম্পের একটি দল গতকাল ২ জানুয়ারি রাতে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের মাস্টারপাড়া পাহাড়ের পাদদেশ থেকে জয়নাল আবেদীনকে আটক করে।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী আসামি থানায় হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধসার্চ কমিটির জন্য জাফরসহ ৩ নাম প্রস্তাব বিকল্প ধারার
পরবর্তী নিবন্ধসেই স্ক্র্যাপ লোহা উদ্ধার করল কোস্টগার্ড