সেই স্ক্র্যাপ লোহা উদ্ধার করল কোস্টগার্ড

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূল থেকে শনিবার রাতে বিপুল পরিমাণ স্ক্র্যাপ লোহা উদ্ধার করেছে কোস্টগার্ডের একটি টিম। ওই লোহাগুলো কোনো এক অজ্ঞাত স্থান থেকে চুরি করে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী সাগর উপকূলে চর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একটি চক্র। বিষয়টি বুঝতে পেরে শনিবার রাতে স্থানীয় এলাকাবাসী কোস্টগার্ডকে খবর দেয়। এরপর কোস্টগার্ডের একটি টিম মালামালগুলো উদ্ধার করে নিয়ে যায়। চট্টগ্রাম কোস্টগার্ডের ল্যাফটেন্যান্ট কমান্ডার (স্টাফ অফিসার) মো. আজহারুল ইসলাম বলেন, সাগরে চোরাচালান প্রতিরোধে কোস্টগার্ড কাজ করছে। শনিবার রাতে চোরাই চালানের একটি চালান তুলাতলী সাগর উপকূল দিয়ে আনা হয়েছে খবর পেয়ে ওখানে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় তিন ট্রাক স্ক্র্যাপ লোহার পাইপ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওই মালামালগুলোর প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়েছে। তবে যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সূত্র জানায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকার সাগরপাড়ে শুক্রবার বিপুল পরিমাণ লোহা এনে রাখা হয়। শিপ ব্রেকিং ইয়ার্ডের সীমানার বাইরে উন্মুক্ত চরে লোহার স্তূপ স্থানীয়দের চোখে পড়ে। চরে লোহার পাশাপাশি ট্রাক, ক্রেন এবং একটি বোট রাখা হয়। স্থানীয়রা জানায়, জাহাজের পাইপ এবং স্ক্র্যাপ মিলে দুই থেকে তিনশ’ টন লোহা স্তুপ করে রাখা হয়েছিল। এগুলোর দাম অন্তত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সূত্র জানিয়েছে। প্রসঙ্গত, সীতাকুণ্ডের বিভিন্ন শিপ ইয়ার্ডে প্রতিটন স্ক্র্যাপ পাইপ ৬০ থেকে ৬৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলামায় প্রবাসীর স্ত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্যক্তি র‌্যাবের হাতে আটক
পরবর্তী নিবন্ধফৌজদারহাট-বায়েজিদ রোড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার