রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৪০ লিটার সয়াবিন জব্দ, আটক ১

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মে, ২০২২ at ৪:১১ অপরাহ্ণ

টেকনাফে মজুদকৃত সয়াবিন তেল ও চিনি জব্দ করেছে ১৬ এপিবিএনের সদস্যরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় টেকনাফ জাদিমুড়া ২৭নং ক্যাম্প থেকে এসব তেল ও চিনি জব্দ করা হয়েছে।

এ সময় ঘটনার সাথে সম্পৃক্ত স্থানীয় নুর কবির (২৭) কে আটক করা হয়। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা মৌলভী পাড়ার মৃত কামালের ছেলে।

এপিবিএন সূত্র জানায়, টেকনাফ জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের চেকপোস্ট এলাকায় তল্লাশি চালিয়ে একটি সাদা রংয়ের লেগুনা গাড়ী হতে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৪০ লিটার সয়াবিন তেল, ২০০ কেজি চিনিসহ গাড়িটি জব্দ করে এবং এ ঘটনার সাথে সম্পৃক্ত স্থানীয় নুর কবিরকে আটক করে।

টেকনাফস্থ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল ও আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদোকান বন্ধ করে হাজারী লেইন ব্যবসায়ী সমিতির প্রতিবাদ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক সেমিনারে সিআইইউর তিন শিক্ষক