রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে মানবতার কল্যাণে সেবা প্রদানের লক্ষ্যে মুমূর্ষ রোগীদের জন্য বিনামূল্য অক্সিজেন সরবরাহ করার উদ্দেশ্যে নগরীর ও আর নিজাম রোডে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে পঁচিশটি সিলিন্ডারের মাধ্যমে অঙিজেন ব্যাংকের কার্যক্রম শুরু করা হলেও পরবর্তীতে এর সংখ্যা আরো বাড়ানো হবে। গতকাল ক্লাব সভাপতি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সারাবাংলা-৮৮ এর আহবায়ক ডা. মনজুরুল করিম বিপ্লব, রোটারি ক্লাব গ্রেটার চিটাগাংয়ের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চৌধুরী, আইপিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সহ-সভাপতি সৈয়দা কামরুন নাহার, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ সালাউদ্দিন, ক্লাব পরিচালক মিজানুর রহমান আপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।