রেস্তোরাঁয় খেতে টিকা সনদ লাগবে: স্বাস্থ্যমন্ত্রী

এখনই লকডাউন নয়

আজাদী অনলাইন | সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ৮:১৯ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করলেও এখনই লকডাউন দেয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তবে খাবারের দোকানে বসে খেতে হলে টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান তিনি।

করোনাভাইরাস সংক্রমণে ঊর্ধ্বগতি এবং দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী পাওয়ার প্রেক্ষাপটে আজ সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক বৈঠক হয়।

সেই বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এখনই লকডাউনের বিষয়ে ভাবছি না। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হবে।”

এক্ষেত্রে মাস্ক পরা এবং রেস্তোরাঁয় বসে খাওয়ার ওপর কড়াকড়ি আরোপের কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, “মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। টিকা যদি না নিয়ে থাকে, তাহলে রেস্তোরাঁয় খেতে পারবে না। সেখানে খেতে হলে টিকা সনদ দেখাতে হবে। তবেই রেস্তোরাঁয় তাকে এন্টারটেইন করবে।”

টিকা সনদ ছাড়া কাউকে খাবার পরিবেশন করলে সেই রেস্তোরাঁকে জরিমানা করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্কুল খোলা রাখা হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষার্থীদের টিকা নেওয়ার ওপর জোর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।”

এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “লক্ষ্য করা গেছে, শিক্ষার্থীরা টিকা নেওয়ার ক্ষেত্রে তেমন আগ্রহী নয়।”

কোন কোন ক্ষেত্রে কেমন কড়াকড়ি আসছে তা ১৫ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ২ লাখ টাকার কাঠ উদ্ধার
পরবর্তী নিবন্ধমোজাম্বিক আওয়ামী লীগের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন