রেশনিং প্রথা চালু, বাসস্থান ব্যবস্থাসহ ১২ দফা দাবি ইনসাবের

| শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) চট্টগ্রাম জেলার উদ্যোগে দাবি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় পুরাতন রেলস্টেশন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইনসাব চট্টগ্রাম মহানগরের আহ্‌বায়ক মোঃ আব্দুস শুক্কুরের সভাপতিত্বে এবং বায়েজিদ থানা কমিটির সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, ইনসাব সদরঘাট থানা কমিটির আহ্বায়ক মোঃ আব্বাস ফরাজী, পাঁচলাইশ থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ইনসাব বায়েজিদ থানা কমিটির সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, মোঃ ইসমাইল। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন টিইউসি পাহাড়তলি আঞ্চলিক কমিটির সভাপতি মীর মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, হোটেল এন্ড রেস্তুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হানিফ, কমিউনিটি সেন্টার এবং ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো; সেলিম প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নির্মাণ সেক্টরে শোভন কাজ বাস্তবায়ন এবং নির্মাণ শ্রমিকদের জীবনমান উন্নয়নে সকল শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু ও বাসস্থানের ব্যবস্থা বাস্তবায়ন করে অবিলম্বে ইনসাব ঘোষিত ১২ দফা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদীর (রহ.) ওরশ আজ শুরু
পরবর্তী নিবন্ধমন্দিরের নগদ টাকাসহ সাড়ে ৫ লক্ষ টাকার মালামাল লুট