বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সেক্রেটারী নির্বাচিত হয়েছেন নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন নেতা ও চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন পেশায় একজন আইনজীবী। দীর্ঘ ৪৬ বছরেরও বেশি সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দুই মেয়াদে সহসভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদল সদস্য, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সহসভাপতি এবং বর্তমান কমিটির সিনিয়র সদস্য।
নব্বইয়ের গণঅভ্যুত্থানে ২৪টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব হিসেবে নেতৃত্ব দিয়েছেন তিনি। উল্লেখ করা যেতে পারে ২৪-এর গণঅভ্যুত্থানেও তিনি সক্রিয় যোদ্ধা ছিলেন।
রাজনীতির পাশাপাশি তিনি ধর্মীয়, সামাজিক, মানবিক, ক্রীড়া ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নে।











