বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালামের তত্ত্বাবধানে মোহরায় ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে কাতার রেড ক্রিসেন্ট ও এশিয়ান গ্রুপের সহায়তায় মোহরা আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আবদুচ ছালাম এমপি। তিনি বলেন, বিত্তবানদের সামাজিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত। গুটিকয়েকও যদি এগিয়ে আসেন তাহলে নিম্নবিত্ত পরিবারগুলো সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারবেন। চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট যুব প্রধান আ ন ম তামজীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য এসএম শওকত ওসমান, উপ–যুব প্রধান–১ সুজিত রুদ্র, প্রশাসন সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান দীপ্ত ভট্টাচার্য্য, দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগীয় প্রধান মো. রাকিবুল ইসলামসহ যুব স্বেচ্ছাসেবকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।