চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসিন ব্লু বে ভিউতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘বিউটি বাফেট প্রেজেন্ট মেকআপ শেকআপ গ্র্যান্ড এক্সপো-২০২১’। ঢাকা, চট্টগ্রাম ছাড়া, ভারত পাকিস্তান, দুবাই, কাশ্মীর থেকে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা এই এক্সপোতে অংশ নিচ্ছে। দেশ-বিদেশের নারী উদ্যোক্তারা তাদের ব্র্যান্ড ও লাইফ-স্টাইল সামগ্রী নিয়ে রেডিসন ব্লু’র মেজবান হলে এক্সপো উদ্বোধন হবে সকাল ১১টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সপো উদ্বোধন করবেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক। এক্সপো’র আয়োজক মেকআপ শেকআপ-এর কর্ণধার জুহি চৌধুরী জানান, নারী উদ্যোক্তাদের উদ্যোগ এবং তাদের পণ্যের বহুল পরিচিতি ও বিপননের সুযোগ তৈরি করে দিতে মেকআপ শেকআপ নিয়মিতভাবে এঙপো আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় রেডিসন ব্লু’র মেজবান হলে আয়োজিত হচ্ছে বিউটি বাফেট প্রেজেন্ট মেকআপ শেকআপ গ্র্যান্ড এক্সপো-২০২১’। এক্সপোতে ঢাকা-চট্টগ্রাম ছাড়া, ভারত, পাকিস্তান, কাশ্মীর, দুবাই থেকে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা অংশ নিচ্ছে। এক্সপোতে নারী ও পুরুষদের পোষাক প্রদর্শনীর পাশাপাশি থাকবে জুয়েলারি, হোম ডেকর, মেকআপ, সুজ, সেলুন অফারসহ নানা বৈচিত্রময় আয়োজন থাকবে। শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এক্সপো সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশে কোন ফি দিতে হবে না। প্রেস বিজ্ঞপ্তি।