রেডিসনে ২ দিনব্যাপী মেকআপ শেকআপ গ্র্যান্ড এক্সপো আজ শুরু

| শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসিন ব্লু বে ভিউতে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘বিউটি বাফেট প্রেজেন্ট মেকআপ শেকআপ গ্র্যান্ড এক্সপো-২০২১’। ঢাকা, চট্টগ্রাম ছাড়া, ভারত পাকিস্তান, দুবাই, কাশ্মীর থেকে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা এই এক্সপোতে অংশ নিচ্ছে। দেশ-বিদেশের নারী উদ্যোক্তারা তাদের ব্র্যান্ড ও লাইফ-স্টাইল সামগ্রী নিয়ে রেডিসন ব্লু’র মেজবান হলে এক্সপো উদ্বোধন হবে সকাল ১১টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক্সপো উদ্বোধন করবেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার বিজয় বসাক। এক্সপো’র আয়োজক মেকআপ শেকআপ-এর কর্ণধার জুহি চৌধুরী জানান, নারী উদ্যোক্তাদের উদ্যোগ এবং তাদের পণ্যের বহুল পরিচিতি ও বিপননের সুযোগ তৈরি করে দিতে মেকআপ শেকআপ নিয়মিতভাবে এঙপো আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় রেডিসন ব্লু’র মেজবান হলে আয়োজিত হচ্ছে বিউটি বাফেট প্রেজেন্ট মেকআপ শেকআপ গ্র্যান্ড এক্সপো-২০২১’। এক্সপোতে ঢাকা-চট্টগ্রাম ছাড়া, ভারত, পাকিস্তান, কাশ্মীর, দুবাই থেকে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা অংশ নিচ্ছে। এক্সপোতে নারী ও পুরুষদের পোষাক প্রদর্শনীর পাশাপাশি থাকবে জুয়েলারি, হোম ডেকর, মেকআপ, সুজ, সেলুন অফারসহ নানা বৈচিত্রময় আয়োজন থাকবে। শুক্রবার ও শনিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এক্সপো সকলের জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশে কোন ফি দিতে হবে না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছনহরা কালী বাড়ি পরিচালনা পরিষদের বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধজন্মের পর প্রথম ৬ মাস শিশুকে অবশ্যই বুকের দুধ দিতে হবে