চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সব বিষয়ে অগ্রগামী থাকে। চট্টগ্রামের মেজবান অনুষ্ঠান সারা বাংলাদেশে খ্যাতি আছে অনুরূপভাবে বিয়ে-শাদীর ব্যাপারেও নানারকম ব্যঞ্জন ও উৎসবমুখরভাবে অনুষ্ঠানকে রাঙিয়ে তোলাতেও খ্যাতি আছে। বড় বড় তারকা হোটেলগুলোতে বিয়ে উৎসবের যে আয়োজন হয় তা সর্বজনীনতার অগ্রাধিকার পায় না। তাই অনুষ্ঠানকে সর্বজনীন করার জন্য তারকা হোটেলগুলোকে ব্যয়বহুলতাকে বিবেচনায় নিতে অভিমত ব্যক্ত করেন। আসছে বিয়ের মৌসুমকে রাঙিয়ে দিতে এবং বিয়ের উৎসবকে সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মাঝে ছড়িয়ে দিতে দেশ ও বিদেশের স্বনামধন্য বিয়ে সম্পর্কিত পৃষ্ঠপোষকরা থাকছেন বলে যে ধারণা দেয়া হয়েছে তা অভিনন্দনযোগ্য। গতকাল বৃহস্পতিবার রেডিসন ব্লুতে দ্যা গ্রান্ড ওয়েডিং এক্সপো উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে এসব কথাগুলো বলেন তিনি। এসময় রেডিসন ব্লু’র সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল হাসেম, রিহ্যাব চট্টগ্রামের সভাপতি আব্দুল কৈয়ুমসহ গণ্যমান্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়রের অভিপ্রায়ে সাড়া দিয়ে আয়োজকরা তাদের এই উদ্যোগ চলমান থাকবে বলে অবহিত করেন ।
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর আয়োজনে ভায়োলেট ইনকর্পোরেশনের ও এমঅ্যান্ডএ বিজনেস কমিউনিকেশনের তত্ত্বাবধানে চলছে দ্যা গ্র্যান্ড ওয়েডিং এক্সপো। এই নিয়ে টানা পঞ্চম বারের মতো আয়োজন। রেডিসনের মেজবান বল রুমে আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে। প্রেস বিজ্ঞপ্তি।