নগরের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে পঞ্চম দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ আয়োজিত ওয়েডিং এক্সপোর তত্ত্বাবধানে রয়েছে ভায়োলেট ইনকরপোরেশন। ওই দিন সকাল ১১টায় এক্সপোর উদ্বোধন করবেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হাসেম। ওয়েডিং এক্সপার্টস কনসালটেন্সি ফার্ম, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ, নবদম্পতির ঘর সাজানোর ফার্নিচার, স্বনামধন্য ডিজাইনারদের পোশাক প্রদর্শনী, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, ক্যাটারিং সার্ভিস, মধুচন্দ্রিমার প্যাকেজ থাকবে এক্সপোতে। গতকাল মঙ্গলবার বিকেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। খবর বাংলা নিউজের।
রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল হাসেম বলেন, মানব সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে করোনা। ট্রাভেল, হোটেল, পর্যটন খাত বেশি ক্ষতির মুখে পড়েছে। এখন ঘুরে দাঁড়াচ্ছে এসব খাত। তিনি বলেন, মেজবান, বিয়ে থেকে শুরু করে সেমিনার, বিজনেস মিটিং সবই হচ্ছে রেডিসনে। আমাদের সেবা ও আতিথেয়তার সুনাম ছড়িয়ে পড়ছে। আশাকরি, চট্টগ্রামবাসীর অংশগ্রহণে অতীতের মতো এবারের ওয়েডিং এক্সপোও সাকসেসফুল হবে।
ভায়োলেট ইনকরপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খালেদ মাহমুদ বলেন, বিয়ের সব আয়োজন এক ছাদের নিচে আনতে এ ওয়েডিং এক্সপো।
এসময় বক্তব্য দেন রেডিসনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জামির উদ্দিন কুরাইশি, কাসাব্লাংকার অপারেশন ডিরেক্টর টুলু উস শামস, ইনভেনটিভ চিটাগাং ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও কাজী জয়নাল, এমঅ্যান্ডএমের সিইও মানজুমা মোরশেদ প্রমুখ। সঞ্চালনা করেন রেডিসনের পাবলিক রিলেশন ম্যানেজার রাহফাত সালমান।