রেকর্ড লেনদেনের দিন সূচক পতন

| বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

টানা চার দিন উত্থানের পর ঢাকার পুঁজিবাজারে সূচক পতন হলেও আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স লেনদেন শেষ করেছে সূচকের ঘরে ৫৭২৫ পয়েন্ট নিয়ে, যা আগের দিনের চেয়ে পৌনে দুই পয়েন্ট কম। গতকাল দিন শেষে ১১০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে এ বাজারে। এর আগে গত ১৪ ফ্রেব্রুয়ারি ডিএসইতে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ১১৭৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল সেদিন। খবর বিডিনিউজের। টানা চার দিন সূচক বাড়ার পর গতকাল মঙ্গলবারও ডিএসইতে লেনদেন শুরু হয়েছিল ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে। পৌনে এক ঘণ্টায় ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে ৫৭৭১ পয়েন্ট ছুঁয়েছিল। তবে সেই ধারা স্থায়ী হয়নি। কয়েক ধাপের পতনে দিন শেষে সূচক আগের দিনের চেয়েও পৌনে দুই পয়েন্ট কমে গেছে। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, কমেছে ২২২টির, ৪১টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে তিন হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার
পরবর্তী নিবন্ধসিটি গেইটে চার কেজি গাঁজাসহ নারী আটক