পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। এই যুদ্ধের দামামায় দুই মহাকাশ জায়ান্ট রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরেছে। তবে এর মধ্যেই খবর পাওয়া গেল, রুশ ক্যাপসুলে চড়ে পৃথিবীতে ফিরেছেন এক মার্কিন মহাকাশচারী। প্রায় এক বছর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করার পরে বুধবার পৃথিবীতে নিরাপদ অবতরণ করলেন তিনি। খবর বাংলানিউজের।
অবশ্য ভয়েজ অব আমেরিকা জানিয়েছে, নাসা মহাকাশচারী মার্ক ভান্দে হেই এবং রুশ মহাকাশচারী আন্তন শকাপলরভ ও পাইটর ডুব্রোভকে বহনকারী ক্যাপসুলটি আইএসএস থেকে আনডক করার কয়েক ঘণ্টা পরে মধ্য কাজাখস্তানের তুষারে ঢাকা প্রান্তরে প্যারাস্যুটের সহায়তায় অবতরণ সম্পন্ন করেছে। ভান্দে হেই মহাকাশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সময় অবস্থানের রেকর্ড গড়েছেন। তিনি প্রায় ৩৫৫ দিন মহাকাশে ছিলেন। এর আগে রেকর্ডটি ছিল স্কট কেলির। তিনি ২০১৬ সালে ৩৪০ দিন মহাকাশে ছিলেন।