রুশ আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রী

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের বিরুদ্ধে সোচ্চার হলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত অভিনেত্রী ক্যাথরিন উইনিক, ইউরোপের প্রতিবেশী দুই দেশের ‘শীতল লড়াইয়ের’ মধ্যে বরাবরই রাশিয়ার অবস্থানের কঠোর সমালোচনা করে আসছেন ‘ভাইকিংস’ সিরিজের এ অভিনেত্রী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণ শুরু করেছে রুশ বাহিনী, এতে অনেক হতাহতের খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। খবর বিডিনিউজের।
এ দিন ইউক্রেনীয় শিশুদের তোলা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দেশটির পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন ক্যাথরিন, ইউক্রেনীয় বংশোদ্ভূত তারকাদের মধ্যে তিনিই প্রথম দেশটির পক্ষে অবস্থান জানালেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে। নিজেকে একজন গর্বিত ইউক্রেনীয় হিসেবে পরিচয় দিয়েছেন ক্যাথরিন, যার বেড়ে ওঠা কানাডায়।

পূর্ববর্তী নিবন্ধবাবার বিয়ে মাতালেন ফারহান কন্যারা
পরবর্তী নিবন্ধনিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদন