রিয়াল মাদ্রিদ ছাড়ছেন জিনেদিন জিদান! গত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন উঠেছে। স্পেনের সংবাদমাধ্যমে খবর, ফরাসি কিংবদন্তি নাকি খেলোয়াড়দেরও জানিয়ে দিয়েছেন বিষয়টি। তবে রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর জিদান বিষয়টি অস্বীকার করেছেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে জিদান বলেন, ‘আমি রিয়াল ছাড়ছি, এটা কীভাবে খেলোয়াড়দের বলতে পারি? আমরা এখন শিরোপার জন্য সবকিছু দিচ্ছি। … ক্লাবের বাইরের লোকেরা যা খুশি তা বলতে পারে। তবে আমি কখনোই খেলোয়াড়দের এটা বলব না।’