রাসুলের (সা.) আদর্শ অনুসরণই মুক্তির একমাত্র পথ

বিভিন্নস্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৮:২৪ পূর্বাহ্ণ

জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিছ মাওলানা মুহাম্মদ এনামুল হক সিরাজ মাদানী বলেছেন, দুনিয়ার জীবনে সুখ ও শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে হলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শকে বুকে ধারণ করতে হবে। আল কোরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করতে হবে। চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন বহদ্দারহাট টেম্পু শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আজিমুশশান মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বহদ্দারহাট শাখার প্রধান উপদেষ্টা মীর মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও হাজির পুল জামে মসজিদের খতীব ও ইমাম মাওলানা মুহাম্মদ মীযানুর রহমান শওক। উপস্থিত ছিলেন আবদুল মোতালেব, আবদুল আজিজ কোম্পানী, ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক সোলায়মান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, মো. এমরান ও মো. বাবুল প্রমুখ।
খাগড়াছড়ি গারাংগিয়া শাহ রশিদিয়া কমপ্লেক্সে : খাগড়াছড়ি সদরের গারাংগিয়া শাহ রশিদিয়া ইসলামী কমপ্লেঙের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (দ.) ও ইছালে সওয়াব মাহফিল ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। আবু রাশেদ মুহাম্মদ মহিউদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন প্রফেসর আল্লামা ড. মুহাম্মদ নেজাম উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন ইউসুফ বিন নূরী, জসীমউদ্দিন সিদ্দিকী। আবুল কাশেম মুহাম্মদ নোমান আল-হাছানীর সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন অধ্যক্ষ মহিউদ্দিন, আবু ওসমান, একে আহমদ উল্লাহ, ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ রেজাউল করিম, কাজী আবু তাহের আনচারী, কাজী জাহিদুল ইসলাম, ক্বারী আরিফুল ইসলাম নজিরী, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ ফরিদুল ইসলাম, আবুল কাশেম, মহিউদ্দিন চৌধুরী, মুজাহেরুল ইসলাম মুজাদ্দেদী প্রমুখ।
বায়তুশ শরফ রাউজান : বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ও বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল রাউজান পপৗর সভাস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হারুন অর রশীদের সঞ্চালনায় ও মাওলানা মুহাম্মাদ এখলাস উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলার চেয়ারম্যান ও রাউজান বায়তুশ শরফের প্রধান উপদেষ্টা একেএম এহেছানুল হায়দার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নুরী। আরও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ, মাওলানা মুহাম্মদ মুহিববুর রহমান, মাওলানা মুহাম্মদ নাঈম উল্লাহ, মাওলানা কবির আহম্মেদ, মাওলানা নাছির উদ্দীন ও কাজী মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ।
উত্তর পাহাড়তলী যুব সমাজ এন্তেজামিয়া কমিটি : ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের অন্তর্গত বিশ্বব্যাংক আবাসিক এলাকা কবরস্থানে ইছালে সওয়াবের উছিলায় ৭ম বর্ষে যুব সমাজ এন্তেজামিয়া কমিটির আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) মিলাদ ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। রফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার তকরীর পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আনিসুজ্জামান আল কাদেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা জালাল উদ্দীন রুমি এবং মাওলানা ক্বারী আশরাফুল আলম, আব্দুল জব্বার, রেহান উদ্দিন প্রধান, আব্দুল মোনাফ মাস্টার প্রমুখ।
গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা : গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা শাখার উদ্যোগে গত ৫ নভেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) ওরশ মাহফিল সংগঠনের সভাপতি ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ শাহজাহান, আলাউদ্দিন খান, আবদুল খালেক, মুহাম্মদ ইউসুফ আলী, মফিজুর রহমান, কাজী মুহাম্মদ আবদুল হাফেজ, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, কামাল আহমদ মজু, মুহাম্মদ মাসুদ মিয়া, রবিউল হোসেন রানা, হাফেজ মাওলানা আবদুল হালিম, নাঈমুল হাসান তানভীর, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ ওয়াহিদ, জাহিদুল আলম জিকু, মুহাম্মদ আলমগীর হোসেন, মুহাম্মদ মুসলিম মিয়া, আ.ফ.ম মহিউদ্দিন, মুহাম্মদ ইয়াকিন, মুহাম্মদ আতিকুর রহমান, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ মঈনুদ্দিন কাদের প্রমুখ।
উত্তর ছনহরায় গাউছিয়া কমিটি : গাউছিয়া কমিটি বাংলাদেশ উত্তর ছনহরা শাখা ও খানাকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ফোরকানিয়া মাদরাসার যৌথ ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল গত ৪ নভেম্বর ছনহরা টি.পি. সরকারি প্রাথমিক বিদ্যালয় মায়দানে মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সচিব নূর মুহাম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উত্তর ছনহরা গাউছিয়া কমটির সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুরাদের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, উদ্বোধক ছিলেন এডভোকেট আব্দুর রশিদ দৌলতি, প্রধান বক্তা ছিলেন শেখ মুহাম্মদ আনোয়ার উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম শামীম, জাগির হোসেন মেম্বার, কাজী মুহাম্মদ আবু তাহের।
দরসুল হাদিস মাহফিল : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের ভাইস চেয়ারম্যান আল্লামা নাছেরুল হক চিশতী বলেছেন- পবিত্র কোরআন ইসলামের আলোক স্তম্ভ আর পবিত্র হাদীস হচ্ছে তাঁর বিচ্ছুরিত আলো। হাদীস শরীফ শরীয়তের অপরিহার্য উৎস ও ইসলামী জীবন বিধানের অন্যতম মূলভিত্তি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- ইসলামী শরীয়ায় কোরআন ও সুন্নাহ এ দুটি মূলনীতি পরস্পর আঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দুটির একটিকে বাদ দিয়ে শরীয়তের কথা চিন্তা করা নিতান্তই অমূলক। আল্লামা এনামুল হক সিকদার বলেছেন- ইসলামী শরীয়তের মূলনীতি হলো কুরআন ও সুন্নাহ। হাদীস একদিকে যেমন কুরআনুল করিমের নির্ভুল ব্যাখ্যা দান করে। আল্লামা কাজী জসিম উদ্দিন বলেছেন- ইসলামী জীবন বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান। আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশের উদ্যোগে গতকাল শনিবার জমিয়তুল ফালাহ মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে অনুষ্ঠিত ৯ম পবিত্র দরসুল হাদিস মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংস্থার চেয়ারম্যান আল্লামা কাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দ নাছেরুল হক চিশতী। প্রধান দরসকারী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল্লামা রফিক উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, শাহজাদা ছৈয়দ এরশাদুল্লাহ সোলায়মান ঈসাপুরী আলমাইজভান্ডারী, রফিক কোম্পানি, এইচ এম মুজিবুল হক শাকুর, এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, মাওলানা হাফেজ নুরুল আমিন, অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন- মাওলানা স ম হামেদ হোসাইন। মাওলানা ওয়াহেদ মুরাদ ও মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিমের সঞ্চালনায় মাহফিলে রস পেশ করেন-শায়খুল হাদিস আল্লামা এনামুল হক সিকদার, মাওলানা নিজাম উদ্দীন নোমানী, মাওলানা মহিউদ্দিন তাহেরী।

পূর্ববর্তী নিবন্ধএভারকেয়ার হাসপাতালে সফল অ্যাওয়েক সার্জারি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৭ জন