এভারকেয়ার হাসপাতালে সফল অ্যাওয়েক সার্জারি

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৮:২৩ পূর্বাহ্ণ

অ্যাওয়েক সার্জারির মাধ্যমে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত ৬৯ বছর বয়সী রোগীর সফল ক্র্যানিওপ্লাস্টি অর্থাৎ মাথার হাড্ডি প্রতিস্থাপন করেছে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান ও তার দল। সমপ্রতি এক সংবাদ সম্মেলনে এই সফলতার কথা ব্যক্ত করা হয়।
রোগী জয়নাব বেগম (৬৯) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ব্রেইনের সিটি স্ক্যান করে দেখা যায় যে রোগীর ব্রেইনের ডান দিকে ইস্কিমিক স্ট্রোক হয়েছে এবং তার ব্রেইন প্রচণ্ড চাপের মধ্যে আছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই সার্জারি রোগীর কার্ডিয়াক কন্ডিশন অনুকূলে না থাকাতে ঝুঁকিপূর্ণ ছিল বলে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান না করে মাথার হাড্ডি প্রতিস্থাপন প্রক্রিয়াটি অ্যাওয়েক সার্জারির মাধ্যমে সম্পন্ন হয়। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, উন্নত সার্জিকাল আই সি ইউ এবং নির্ভরযোগ্য এনেসথেসিয়া ডিপার্টমেন্ট থাকায় অনেক ঝুঁকিপূর্ণ সার্জারি করার সক্ষমতা এভারকেয়ার হসপিটাল রাখে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাফিনই এখন দেশের সবচেয়ে ছোট গরু
পরবর্তী নিবন্ধরাসুলের (সা.) আদর্শ অনুসরণই মুক্তির একমাত্র পথ