রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:২৮ পূর্বাহ্ণ

টাকা

মানুষ বোঝে না চাটগাঁ বা ঢাকা

মানুষ বোঝে না চাচা মামা কাকা

মানুষেরা বোঝে কার কাছে আছে

কাড়ি কাড়ি সব টাকা

টাকা ছাড়া নাকি সব কিছু বাকি

পুরোটা জীবন ফাঁকা।

টাকা থাকলেই চাকা ঘোরা হয়

শিরোনামে থাকে পেপারে

টাকা থাকলেই দাপট প্রকট

সকল রকম ব্যাপারে।

নেতা হতে চান? টাকা লাগবেই

পেছনে থাকবে বাহিনী

শাঁই শাঁই করে উড়ে চলবেন

থাকুক না বলা কাহিনী।

হামলা চলুক মামলা চলুক

আমলারা পাশে থাকবেন

গড়ে তুলবেন পুরো নেটওয়ার্ক

টাকার পৃথিবী আঁকবেন।

তাই বলি এটা টাকার বিশ্ব

টাকা ছাড়া তুমি পুরোটা নিঃস্ব

যতটাই থাক বিদ্যা বুদ্ধি

তোমার আসলে দাম নেই

যা’ই করো তুমি সবটাই বৃথা

কর্মের কোনো নাম নেই।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকীভাবে তাঁরা হয়ে উঠলেন ব্যান্ড তারকা