সব সিজনের মধু খায় ওরা
সুবিধাভোগী সুবিধাই খোঁজে
বোঝে না ভালো ও মন্দ-
এক চোখে দেখে নিজের জগৎ
আর চোখ থাকে অন্ধ।
অন্ধ হলেও গন্ধটা পায়
কোথায় দ্বন্দ্ব সকলের
কোথায় বন্ধ ঝগড়া-বিবাদ
আসল এবং নকলের!
ঝগড়া চললে সুবিধা ওদের
সুযোগ হয় না হাতছাড়া
যত থাকে ঋণ ভোলে দিন দিন
গোছায় আখের ‘মাত ছাড়া’।
সব সিজনের মধু খায় ওরা
গতি হয়ে থাকে ‘অগতির’
সুবিধাবাদীর নায়ক যদিও
মুখোশটা থাকে প্রগতির।