স্বার্থবিহীন
সৎসঙ্গে বাস করে যে
সকল রকম দোষ তাড়ায়
ঘরের খেয়ে সকাল বিকাল
বনের সকল মোষ তাড়ায়।
লোভের পিছে ছোটে না সে
ক্ষোভের আগুন জ্বালায় না
বিপদ আপদ দেখেও অটল
রাস্তা থেকে পালায় না।
কৃত্রিমতার ধার ধারে না
এ-ধার ও-ধার মেলায় না
স্বার্থবিহীন এমন মানুষ
কাউকে কিন্তু তেলায় না।