সাধারণ চাওয়া
‘একে ধরা হবে, ওকে ছাড়া হবে
একে রাখা হবে, ওকে মারা হবে’
এরকম রীতি আগেও চলেছে
এখনো চলছে সমানেই–
নিয়মমাফিক বিচার চলবে
তাই কারো আজ ক্ষমা নেই।
কোনো কোনো নেতা জেলে–কারাগারে
কোনো কোনো নেতা বাইরে–
সংস্কার নিয়ে নাচে জনে জনে
তাইরে নাইরে নাইরে।
যা কিছু চলছে চলুক এদেশে
নয়া নয়া যত মুখ আসুক–
আমাদের শুধু সাধারণ চাওয়া
দেশের ভেতরে সুখ আসুক।