রাশেদ রউফ এর অন্ত্যমিল

| সোমবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১২ পূর্বাহ্ণ

হারামি

হারামজাদারা হারামি করবে

কাউকে রাখে না আস্থায়

অন্যের কাজে ব্যাঘাত ঘটাবে

বাধা দিয়ে যাবে রাস্তায়।

কারো সফলতা সহ্য হবে না

কুৎসা রটাবে রাতদিন

যতই আপনি খাওয়াতে থাকুন

মুখে তুলে সুখে ভাত দিন।

যেই পাতে খাবে, সেপাতেই তারা

ময়লা ছিটাবে দ্বিধাহীন

হারামজাদারা আরাম করবে

সময় কাটাবে খিদাহীন।