রাশিয়ার আরেনবুর্খ অঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মদপান করার পর বিষক্রিয়ায় ২৬ জনের মৃত্যু হয়েছে। কাজাখস্তান সীমান্তবর্তী অঞ্চলটিতে চলতি সপ্তাহে অ্যালকোহলজনিত বিষক্রিয়ায় এসব লোকের মৃত্যু হয়েছে বলে শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে। আঞ্চলিক মন্ত্রণালয় বার্তা সংস্থা আরআইএকে বলেছে, বৃহস্পতিবার নয় জনের মৃত্যুর খবর হওয়ার পর সংখ্যাটি আরও বেড়েছে। আরও ২৮ জন অ্যালকোহলজনিত বিষক্রিয়ার লক্ষণে ভুগছেন বলে জানিয়েছে তারা।
রাজধানী মস্কো থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণপূর্বের অঞ্চলটিতে বিক্রি হওয়া অ্যালকোহল পণ্যের নিরাপত্তা মান যাচাই করতে রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটির আঞ্চলিক শাখা একটি তদন্ত শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। শুক্রবার কমিটি জানিয়েছে, পানের অযোগ্য অ্যালকোহল উৎপাদনের অভিযোগে ছয় জনকে আটক করা হয়েছে। খবর বিডিনিউজের।
২০১৬ সালে সাইবেরিয়ায় অ্যালকোহলজনিত গণবিষক্রিয়ার একটি ঘটনার পর জাতীয় কর্তৃপক্ষ উচ্চমাত্রার ইথানল থাকা পানীয়, ওষুধ, সুগন্ধি ও অন্যান্য তরলের উৎপাদন ও বিক্রির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করার নির্দেশ দিয়েছিল।