রাশিয়ার ৩ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেনের

| সোমবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

পূর্ব ইউক্রেনের আকাশে শনিবার রাশিয়ার দুইটি এসইউ৩৪ ফাইটারবোম্বার এবং একটি এসইউ৩৫ ফাইটার গুলি করে ভূপাতিত করার দাবি করেছেন দেশটির বিমান বাহিনীর প্রধান মিকোলা ওলেশচুক। টেলিগ্রামে এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এতথ্য যাচাই করতে না পারার কথা জানিয়েছে। বলেছে, যদি ওলেশচুকের দাবি সত্যি হয় তবে তা ইউক্রেনে আকাশযুদ্ধে রাশিয়ার জন্য বড় ধাক্কা। খবর বিডিনিউজের।

পশ্চিমারা ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা দেওয়ার পর থেকে আকাশ যুদ্ধে রাশিয়ার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে কিয়েভ। তারা এখন যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় রুশ বিমান চলাচলের সময় হুমকি সৃষ্টি করতে সক্ষম অস্ত্র মোতায়েন করতে পারছে। আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্ণ হতে চলেছে। এখনো এ যুদ্ধ বন্ধের কোনো আশা দেখা যাচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৯.১৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধঅজ্ঞাত স্থানে পুলিশ হেফাজতে কমিশনার লিয়াকত