রাশিয়াকে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০৪ পূর্বাহ্ণ

ভূমিতে নিক্ষেপণযোগ্য শক্তিশালী শত শত ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান। ৬টি সূত্র একথা জানিয়েছে। এর মধ্য দিয়ে মার্কিন নিষেধাজ্ঞা কবলিত দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও গভীর হল। ইরানের সরবরাহ করা প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্রের মধ্যে আছে জলফাগারের মতো বেশকিছু ফতেহ১১০ গোত্রের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরানের তিন সূত্র একথা জানিয়েছে। খবর বিডিনিউজের।

ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ থেকে ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয় এবং রেভল্যুশনারি গার্ড এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ও এবিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। ইরানের একটি সূত্র জানিয়েছে, গতবছর শেষের দিকে মস্কো সফরে গিয়েছিলেন ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা, পরে মস্কোর সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা তেহরান সফর করে।

তাদের মধ্যকার বৈঠকে জানুয়ারির শুরুর দিকে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়ার পর রাশিয়ায় ক্ষেপণাস্ত্রের চালান যেতে শুরু করে। ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, এ পর্যন্ত ক্ষেপণাস্ত্রের অন্তত চারটি চালান রাশিয়ায় গেছে। আগামী কয়েকসপ্তাহে আরও চালান রাশিয়ায় যাবে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

আরেক উর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেছেন, কাস্পিয়ান সাগর হয়ে কিছু ক্ষেপণাস্ত্র জাহাজে করে রাশিয়ায় পাঠানো হয়েছে। আর অন্যগুলো পাঠানো হয়েছে বিমানে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধে ১৪ মিলিয়নের বেশি লোক ঘরছাড়া : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধখোঁজ মিলল মহাবিশ্বের উজ্জ্বলতম বস্তুর